ইউরিকো এঞ্জেল স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন। সুন্দর বিদ্যালয় ভবন, খেলার মাঠ সর্বোপরি লেখাপড়ার একটি সুন্দর পরিবেশ বিরাজমান রয়েছে এই বিদ্যালয়ে। ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা আমার মা এই বিদ্যালয়টি এবং উজ্জ্বল হাস্যময় ছাত্রছাত্রীদের দেখতে পেলে নিশ্চয় আনন্দিত হতেন। তিনি ১৯৮৫ সালে এদেশে যখন এসেছিলেন অনুভব করেছিলেন এদেশের উন্নয়নের জন্য শিক্ষার সুযোগ অত্যন্ত প্রয়োজন।
২০০৪ সালে আমার মা ইহলোক ত্যাগ করেন। এই বিদ্যালয়টি তাঁর নামে নামকরন করায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই বিদ্যালয়ে অধ্যয়ন করে ছাত্রছাত্রীরা একদিন দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হয়ে উঠবে বলে আশা করি। শিক্ষকমন্ডলী ও অভিভাবক সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করি।
ধন্যবাদ।
হিগাশিমুরা মারিকো
চেয়ারপারসন
ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন
(জাপানের স্বেচ্ছাসেবী সংস্থা)
জাপান