বিদ্যালয়ে Honesty Shop নামে একটি দোকান রয়েছে। যেখানে কোন বিক্রেতা নেই। ছাত্রছাত্রীদের নোট বুক, পেন্সিল, ইরেজার, রঙপেন্সিল, পেন্সিল কাটার ইত্যাদিতে মূল্য লেখা রয়েছে। ছাত্রছাত্রীরা নিজ দায়িত্বে ক্যাশ বক্সে অর্থ রেখে তার প্রয়োজনীয় জিনিসটি কিনতে পারে। এর মাধ্যমে ছোট থেকেই সততা শেখানোর চেষ্টা রয়েছে।
বিশেষত্ত্বঃ
* ছাত্রছাত্রীরা নিজ দায়িত্বে শ্রেণিকক্ষ ও স্কুল প্রাঙ্গন পরিস্কার করে।
* নিয়মিত পাঠদানের পাশাপাশি কৃষি খামারে হাতে কলমে কৃষি কাজ করার সুযোগ।
* তৃতীয় শ্রেণি থেকে কম্পিউটার শেখার সুযোগ।
* শারিরিক শিক্ষা ও পাঠাগার ক্লাস নিয়মিত ক্লাস হিসেবে হয়।
* সপ্তম শ্রেণি থেকে ছাত্রছাত্রীরা সেলাই শেখার সুযোগ পায়।
* প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছবি আঁকা ও সঙ্গীত ক্লাস নিয়মিত ক্লাস হিসেবে হয়।
বার্ষিক অনুষ্ঠান সমূহঃ
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, ঈদে মিলাদুন নবী(সাঃ), আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, বিজয় দিবস, বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস, জাতীয় শোক দিবস, নজরুল, রবীন্দ্র জন্ম জয়ন্তী, বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।