মো. আজিজুল বারী

Md1

মানুষ গড়ার শিক্ষাই আমাদের লক্ষ্য এই উদ্দেশ্য নিয়েই ইউরিকো এঞ্জেল স্কুল স্থাপিত। শিক্ষা ব্যয় নয়, বিনিয়োগ। দেশের মানুষের সার্বিক উন্নতির জন্য শিক্ষার বিকল্প নেই। জীবনের মহত্তম অর্জনকে ধরে রাখতে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। বিদ্যালয় হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিনিয়ত লালন করে যায় সৃষ্টির সেরা জীব মানুষকে।

কেমন শিক্ষা আমরা চাই তার উপরই নির্ভর করছে দেশ ও সমাজের উন্নয়ন। পরীক্ষার পাশের মানদন্ড ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কখনই সমাজের কল্যাণ বয়ে আনবে না। শিক্ষাকে জীবনের আলোকবর্তিকা হিসেবে উপস্থাপন করা যায় যদি তবেই সামাজিক মূল্যবোধ ভিত্তিক আদর্শ শিক্ষা প্রদান সম্ভব। আমাদের সন্তানেরা যেন শিক্ষার সাথে নৈতিকতার সম্পর্ক উপলদ্ধি করতে পারে, সমাজ, প্রকৃতি-পরিবেশ, দেশ সর্বপরি পৃথিবীর প্রতি তার দায়িত্ববোধ নিয়ে প্রতিদিন বেড়ে উঠে সেই লক্ষেই বিদ্যালয়ের পাঠদানও আনুষাঙ্গিক সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা কল্যাণময় মানুষ হয়ে উঠুক সেই কামনা করি।

বাংলাদেশের ছেলেমেয়েদের শিক্ষার উন্নয়নে সুন্দর পরিবেশ বান্ধব বিদ্যালয় ভবন তৈরী ও পরিচালনায় আর্থিক সহযোগিতার জন্য ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন জাপানের সকল সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের প্রতি আপনাদের মমত্ববোধ এই বিদ্যালয়ের কার্যক্রমকে সর্বদাই গতিশীল করেছে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কর্তৃপক্ষ ঢাকা। এই বিদ্যালয়টির সার্বিক অনুমোদন, শিক্ষা উপকরণ ও উপদেশ দিয়ে সর্বদাই সহযোগিতা করেছেন।

ধন্যবাদ।

মো. আজিজুল বারী
নির্বাহী পরিচালক
ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন
সভাপতি
ইউরিকো এঞ্জেল স্কুল