২০০৫ সালে গাজীপুর জেলার কোনাবাড়ীতে প্রতিষ্ঠিত হয় ইউরিকো এঞ্জেল স্কুল। অভিজ্ঞ, দক্ষ ও সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতার ফলে বিগত বছর গুলোতে পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীরা শতভাগ পাশ করেছে। বিদ্যালয়টি ২৬ বিঘা জায়গার উপর মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় ছাত্রছাত্রীদের পাঠদানের পাশাপাশি খেলাধূলা, শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতার রয়েছে ব্যাপক সুযোগ। বিদ্যালয়ের রয়েছে চারতলা বিশিষ্ট বিশাল ভবন। এছাড়া রয়েছে বিজ্ঞানাগার, পাঠাগার, হলরুম এবং কম্পিউটার ল্যাব। বিদ্যালয়ের রয়েছে একটি বড় কৃষি খামার। কৃষি খামারে ছাত্রছাত্রীরা পর্যায়ক্রমে বিভিন্ন ফসল ও সব্জির চাষ হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পর্যায়ক্রমে তাদের শ্রেণী কক্ষ পরিস্কার করে। ময়লা নির্ধারিত জায়গায় জমা করে ফলে বিদ্যালয়ের আঙ্গিনা থাকে অত্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন।
ছাত্রছাত্রীদের এসএসসি পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা তিন বিভাগেই পড়ার সুযোগ রয়েছে। অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও সুযোগ্য শিক্ষকমন্ডলীদের সহযোগিতায় বিদ্যালয়টি একটি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে সেই লক্ষ্যে প্রতিনিয়ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
মোসা. উম্মে সালমা
প্রধান শিক্ষক
ইউরিকো এঞ্জেল স্কুল
কোনাবাড়ী, গাজীপুর।