চেয়ারপারসন
ইউরিকো এঞ্জেল স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন। সুন্দর বিদ্যালয় ভবন, খেলার মাঠ সর্বোপরি লেখাপড়ার একটি সুন্দর পরিবেশ বিরাজমান রয়েছে এই বিদ্যালয়ে। ইন্টারন্যাশনাল এঞ্জেল এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা আমার মা এই বিদ্যালয়টি এবং উজ্জ্বল হাস্যময় ছাত্রছাত্রীদের দেখতে পেলে নিশ্চয় আনন্দিত হতেন। তিনি ১৯৮৫ সালে এদেশে যখন এসেছিলেন অনুভব করেছিলেন এদেশের উন্নয়নের জন্য শিক্ষার সুযোগ অত্যন্ত প্রয়োজন।
সভাপতির বক্তব্য
মানুষ গড়ার শিক্ষাই আমাদের লক্ষ্য এই উদ্দেশ্য নিয়েই ইউরিকো এঞ্জেল স্কুল স্থাপিত। শিক্ষা ব্যয় নয়, বিনিয়োগ। দেশের মানুষের সার্বিক উন্নতির জন্য শিক্ষার বিকল্প নেই। জীবনের মহত্তম অর্জনকে ধরে রাখতে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। বিদ্যালয় হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিনিয়ত লালন করে যায় সৃষ্টির সেরা জীব মানুষকে।
প্রধান শিক্ষকের বাণী
২০০৫ সালে গাজীপুর জেলার কোনাবাড়ীতে প্রতিষ্ঠিত হয় ইউরিকো এঞ্জেল স্কুল। অভিজ্ঞ, দক্ষ ও সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতার ফলে বিগত বছর গুলোতে পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীরা শতভাগ পাশ করেছে। বিদ্যালয়টি ২৬ বিঘা জায়গার উপর মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় ছাত্রছাত্রীদের পাঠদানের পাশাপাশি খেলাধূলা, শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতার রয়েছে ব্যাপক সুযোগ।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
![]() প্রধান শিক্ষক এম.এস.এস,এম.এড |
![]() সিনিয়র সহকারী শিক্ষক এম.এস.সি, বিএড |
![]() সিনি সহকারী শিক্ষক এম.এস.সি |
![]() সিনি সহকারী শিক্ষক বি.এস.সি,বি.এড |
![]() সহকারী শিক্ষক এম.এ (কামিল) |
মোঃ আলমগীর কবির |
![]() সহকারী শিক্ষক বি.এ |
![]() সহকারী শিক্ষক এম.এস.সি |
![]() সহকারী শিক্ষক এম.এ |
![]() সহকারী শিক্ষক এম.এ |
![]() সহকারী শিক্ষক এম.এ |
||||
বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
![]() |
মোঃ শামসুদ্দিন |
বুলবুলি আক্তার |
মো. আইয়ুব আলী |